নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা। দাবি পূরণ না হওয়ায় বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে আটকে অবরোধ করছেন তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ ইউএনও সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝান। তবে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমি কার্যক্রম শুরু হয়েছে ৪ বছর হয়েছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ার কারণে শিক্ষার্থীদের এখন পর্যন্ত পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস দেওয়া হচ্ছে না। উল্টো হাসপাতাল চালুর প্রকল্প মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তাই তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে দ্রুত হাসপাতাল চালু করে ওয়ার্ড ক্লাস বাড়ানোর দাবিতে তারা বিক্ষোভ করছেন। দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাবেন।
এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বিক্ষোভে যোগ দিয়েছেন স্থানীয়রাও। বুধবার সকাল ১১টার দিকে এ রিপোর্ট লেখার সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস ও পুলিশ সুপার তোফায়েল আহমেদ খান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।
আজকালের খবর/ এমকে