শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আটক ৩৮
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:৫৬ AM
ফেনীর দাগনভূঞার তোহা বাজার ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে যৌথবাহিনী।

এর আগে, আজ  (মঙ্গলবার) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই গ্রুপের সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র, লাঠি-সোঁটার বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এসময় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযান চালিয়ে বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করে।সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন আটক করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft