শনিবার ১৯ এপ্রিল ২০২৫
হ্যাটট্রিক জয়, বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ PM
রেকর্ড সংগ্রহ গড়ে বোলিংয়ের শুরুটাও দারুণ করলেন মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। একের পর এক উইকেট নিয়ে জাগালেন বড় জয়ের সম্ভাবনা। তখনই বাধ সাধলেন প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার। জুটি বেধে পাল্টা আক্রমণে গড়লেন বিশ্বরেকর্ড জুটি। ফলে ব‍্যবধান খুব বড় না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩৪ রানে হারায় বাংলাদেশ। নিগার সুলতানার বিধ্বংসী ৮৩ রানের সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তারের ফিফটিতে ২৭৬ রান করে তারা। জবাবে ২৪২ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এক ম্যাচ আগেই থাইল‍্যান্ডের বিপক্ষে ২৭১ রান করেছিল তারা।

আইসিসি উইমেন'স বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের।

রান রেট খুব ভালো থাকায় এমনকি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ কম ব্যবধানে হারলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে পারে বাংলাদেশের।

বাংলাদেশের অদম্য যাত্রার বড় কারিগর নিগার সুলতানা। ঝড়ো সেঞ্চুরিতে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে ৫১ রান করেন বাংলাদেশ অধিনায়ক। এবার তার ব্যাট থেকে এলো ৫৯ বলে ৮৩ রানের ইনিংস।

ওয়ানডেতে টানা তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই ফিফটি করেছিলেন ফারজানা।

টস জিতে ব্যাট করতে নেমে আবার শুরুতেই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১৪ রান করতে পারেন ২৮ বছর বয়সী ওপেনার। তিন ম্যাচে তার সংগ্রহ সাকুল্যে ২৪ রান।

দলের ওপর চাপ বাড়তে দেননি ফারজানা ও শারমিন। সাবলীল ব্যাটিংয়ে ১২৭ বলে ১০৩ রানের জুটি গড়ে তোলেন দুই অভিজ্ঞ ব্যাটার। একইসঙ্গে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ১ হাজার রানের রেকর্ড গড়েন তারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১০৪ রানের জুটি গড়েছিলেন ফারজানা ও শারমিন। সব মিলিয়ে এই সংস্করণে তাদের শতরানের জুটি ৪টি। দেশের আর কোনো জুটির ২টির বেশি শতরান নেই।

ক্যারিয়ারের ১৫তম ফিফটি ছুঁতে ৬৭ বল খেলেন ফারজানা। এরপর আর টিকতে পারেননি। ৮৪ বলে ৫৭ রান করে ফেরেন তিনি।

শারমিনের ব্যাট থেকেও আসে ৫৭ রানের ইনিংস। ৭৯ বলে ৭টি চার মারেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। গত বছর জাতীয় দলে ফেরার পর থেকে ৯ ইনিংসে এটি তার চতুর্থ ফিফটি। সব মিলিয়ে ৫৯.৫০ গড়ে তার সংগ্রহ ৪৭৬ রান। এই সময়ে যা দলের সর্বোচ্চ।

এরপর সোবহানা মোস্তারি ও আগের ম্যাচের নায়ক রিতু মনি দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন নিগার সুলতানা। ফাহিমা খাতুনকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪৪ বলে গড়েন ৬১ রানের জুটি।

মাত্র ৩৯ বলে পঞ্চাশ পূর্ণ করেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম ফিফটি এটি। গত বছর আইরিশদের বিপক্ষে ৪১ বলে ফিফটি করেছিলেন শারমিন।

ফিফটির রেকর্ড এরপর একই ছন্দে এগিয়ে দলকে রেকর্ড সংগ্রহে নিয়ে যান নিগার সুলতানা। ১১ চারে তিনি সাজান ৫৯ বলের ইনিংস। ফাহিমার ব্যাট থেকে আসে ২২ বলে ২৬ রান।

টানা তৃতীয় পঞ্চাশছোঁয়া ইনিংসে ১৪০.৬৭ স্ট্রাইক রেটে রান করেন নিগার সুলতানা। দেশের ব্যাটারদের ফিফটি করা ইনিংসগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম।

রান তাড়ায় শুরুতেই স্কটিশ শিবিরে ধাক্কা দেন মারুফা আক্তার। পাওয়ার প্লের ভেতরে আরও ২ উইকেট নেন নাহিদা আক্তার।

চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সারাহ ব্রাইস ও আইলসা লিস্টার। রান আউটে ভাঙে দুজনের ৪৫ রানের জুটি। পরে ৪২ রান করা সারাহকে ফিরতি ক্যাচে আউট করেন জান্নাতুল ফেরদৌস সুমনা।

মাত্র ১১০ রানে ৭ উইকেট নিয়ে বড় জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপরই চ্যাটার্জি ও স্ল্যাটারের প্রতিরোধ। অষ্টম উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ১২৪ বলে ১১৫ রানের জুটি।

ওয়ানডেতে ইতিহাসে ৭ উইকেট পড়ার পর এটিই প্রথম শতরানের জুটি। ইনিংসের ১৪ বল বাকি থাকতে নাহিদার বলে স্টাম্পড হন চ্যাটার্জি। ভাঙে বিশ্ব রেকর্ড জুটি। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৬৩ বলে ৬১ রান করেন চ্যাটার্জি।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৩ বলে ৬১ রান করেন ৯ নম্বরে নামা স্ল্যাটার। ওয়ানডেতে ৯ নম্বরে এর চেয়ে বড় ইনিংস আছে শুধু ভারতের পূজা ভাস্ত্রাকারের, ৬২ রান।

বাংলাদেশের হয়ে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বৃহস্পতিবার নিজেদের পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৬ (ইশমা ১৪, ফারজানা ৫৭, শারমিন ৫৭, নিগার ৮৩, সোবহানা ৯, রিতু ১২, ফাহিমা ২৬, নাহিদা ২*; স্ল্যাটার ৬-১-৩৩-১, ক্যাথরিন ব্রাইস ৯-০-৫৩-২, অ্যবেল ৮-০-৩৭-১, চ্যাটার্জি ৬-০-৩৪-১, মাকসুদ ১০-০-৪৮-০, ফ্রেজার ৯-০-৫৪-১, ম্যাককোল ২-০-১৭-০)

স্কটল্যান্ড: ৫০ ওভারে ২৪২/৯ (পিপ্পা ১৭, ড্রামন্ড ১, ক্যাথরিন ব্রাইস ৫, সারাহ ব্রাইস ৪২, লিস্টার ১৮, ম্যাককোল ৫, ফ্রেজার ৮, চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩, অ্যাবেল ০, মাকসুদ ৪; মারুফা ৫-১-১৯-১, নাহিদা ১০-০-৪০-৪, ফাহিমা ৮-০-৪৬-০, সুমনা ১০-০-৪৩-২, রাবেয়া ১০-০-৩৩-১, রিতু ৩-০-২০-০, সোবহানা ৪-০-৩১-০))

ফল: বাংলাদেশ ৩৪ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: নিগার সুলতানা



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft