প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ PM

রাজধানীর বংশালে বাসায় ঢুকে বিপ্লব গাজী (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠায় পুলিশ।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি মিটফোর্ড এলাকায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় থাকা টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নয়ন আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট এরিয়া ম্যানেজার আলী হোসেন বলেন, বংশালের সমাজকল্যাণ গলির ৬০/৯ নম্বর বাসার দোতলার একটি ঘরে একা থাকতেন বিপ্লব গাজী। সর্বশেষ রবিবার রাত সাড়ে ১১টার দিকে এক সহকর্মীর সঙ্গে তার কথা হয়। কারও সঙ্গে তার বিরোধ ছিল না। হত্যার কারণ সম্পর্কে আমরা কিছু বলতে পারছি না। তিনি অবিবাহিত ছিলেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।
তার বাবার নাম প্রয়াত সোলায়মান গাজী।
নিহতের ভাই নয়ন আলী এজাহারে উল্লেখ করেন, রবিবার রাত পৌনে ১০টা থেকে সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কোনো এক সময় তার ভাইকে মাথা, বুক ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং গলায় লুঙ্গি ও মাল্টিপ্লাগের তার পেঁচিয়ে হত্যা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপ্লব গাজীর বাসায় আনুমানিক এক লাখ টাকা ও ল্যাপটপসহ কিছু মূল্যবান সামগ্রী ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেসব নিয়ে গেছে।
আজকালের খবর/বিএস