শনিবার ১৯ এপ্রিল ২০২৫
নববর্ষ উদযাপন করলেন মহানগর ও গাজীপুর জেলা বিএনপি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ AM আপডেট: ১৫.০৪.২০২৫ ১২:১৯ PM
বাংলা নববর্ষ ১৪৩২ স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল  সোমবার (১৪ এপ্রিল)  বেলা ১১টায় নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহানগর বিএনপি এবং একই সময়ে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করে।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বিএনপি নেতা ড. অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদী,অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, রায়হান আহমেদ হৃদয়, বশির আহমেদ বাচ্চু, জিএস সুরুজ আহাম্মেদ, আকম মোজাম্মেল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, হান্নান মিয়া নান্নু, আব্দুর রহিম কালা, রাশেদুল ইসলাম কিরণ, তানভীর সিরাজ, গাজী সালাহউদ্দিন, আবুল হোসেন, মনিরুল ইসলাম মনির, বাবুল হোসেন, মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব জাহিদুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়জ উদ্দিন তালুকদার, অ্যাডভোকেট মাহবুব হোসেন মোল্লা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদাত হোসেন শাহীন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর মহিলা দলের সদস্য সচিব খাদিজা আক্তার বীনা, সাংগঠনিক সম্পাদক সোহেলী আক্তার, মহানগর জাসাস নেতা কৌশিক খান প্রমুখ।

অপরদিকে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু এবং যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে শোভাযাত্রা উপস্থিত ছিলেন বিএনপি নেতা ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল মোতালেব, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম, আবু তাহের মুসুল্লি, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, আক্তারুল আলম মাস্টার, মোহাম্মদ সাইজুদ্দিন,  নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, ছাত্রদল নেতা জাফর ইকবাল জনি, মহিলা দল নেত্রী গুল নাহার প্রমুখ।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft