শনিবার ১৯ এপ্রিল ২০২৫
নাটোর আদালতের মালখানায় চুরির ঘটনায় গ্রেপ্তার ৮
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:২৯ AM
নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় এক পুলিশ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু।  সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মী বদু, আকাশ ও বাতাসের।

পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। এরআগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।

জেলা ডিবির পরিদর্শক নজরুল ইসলাম জানান, আল আমিনের গোদাগাড়ির ভাড়া বাসা থেকে ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৬১ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া চুরি হওয়া প্রায় ৬২ লাখ টাকার সোনা ও রুপার অলংকারও উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft