সোমবার (১৪ এপ্রিল) সকালে বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার বের করে। যেটি জেলার সবকয়টি শোভাযাত্রার তুলনায় বড়৷ যেখানে শোভাযাত্রার মধ্যে দৃশ্যমান ছিল ঘোড়ার গাড়ি,পাল্কি, বাঁশি, মুখোষ, কুলা, চালন, পলো, খলোই, মাথাল, নকশী মাটির হাঁড়িসহ আরও অনেক কিছুই।
শোভাযাত্রাটি সকাল ৮:৩০ টার দিকে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সোনাতলা'র প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাতলা পৌরসভায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সংস্কৃতি অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সোনাতলা থানা অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন-নবি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল হাবিব রাজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি মোঃ আবু নাসের ওয়াহেদ নোবেল, সোনাতলা পাইলট গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, । এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পহেলা বৈশাখের নানান কর্মসূচিতে অংশ নেন।
আজকালের খবর/ এমকে