প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৭:৪২ PM

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের পড়ে থাকা ভাঙা জরাজীর্ণ ম্যুরালে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা টানিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৩ এপ্রিল) চলমান নির্যাতিত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পতাকা টাঙানো হয়েছে বলে জানা যায়।
শিক্ষার্থীরা জানান, চলমান ইস্যুতে পরোক্ষভাবে সহযোগিতা করতে না পারলেও ভিন্নভাবে সমর্থন জানাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই চত্বরটি ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্মানে এভাবেই স্থায়ী করার পরামর্শও দেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত না। হয়তো চলমান ইস্যুতে শিক্ষার্থীরা টানিয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা পালানোর পর অর্থাৎ গণঅভ্যুত্থানে মুজিব ম্যুরালটি ভেঙে ফেলে উত্তেজিত শিক্ষার্থীরা। এরপর থেকে জরাজীর্ণ অবস্থা পড়ে আছে ম্যুরালটি।
আজকালের খবর/ওআর