শনিবার ১৯ এপ্রিল ২০২৫
এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়তে হবে: বাউবি উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:০২ PM আপডেট: ১১.০৪.২০২৫ ৭:৩৫ PM
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে পরীক্ষার্থীদেরকে  সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। 

শুক্রবার (১১ এপ্রিল) সকালে ও বিকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য এ কথা বলেন। 

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নকলমুক্ত পরিবেশ রাখতে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পিতামাতার স্বপ্ন পুরণ এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদেরকে নকল প্রবণতা পরিহার করতে হবে। 

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্যের সঙ্গে ছিলেন তার একান্ত সচিব (যূগ্ম-পরিচালক) মো. নাসির উদ্দিন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সারাদেশে অবস্থিত সকল পরীক্ষা কেন্দ্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান। 
 
উল্লেখ্য, শুক্রবার (১১ এপ্রিল) এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষা দেশব্যাপী ১৯৮ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এবার অনুষ্ঠিত পরীক্ষায়  সারাদেশে মোট ৩৪ হাজার ২ শত ৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ২২ হাজার ৩ শত ৫৩ জন ছাত্র এবং ১১ হাজার ৯ শত ১ জন ছাত্রী। পরীক্ষাসমূহ বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা আগামী ৯ মে শেষ হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft