শনিবার ১৯ এপ্রিল ২০২৫
মা-মেয়েকে উত্ত্যক্তের জেরে মাইকিং করে সংঘর্ষে জড়ালো দুই জেলার মানুষ
কু‌ড়িগ্রা‌ম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:১৬ AM
কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলা ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুই গ্রামবাসীর ম‌ধ্যে মাই‌কিং ক‌রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদে চিলমারী-হরিপুর তিস্তা সেতুতে ঘুরতে যাওয়া মা-মেয়েকে উত্যক্তের জে‌রে এ সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দি‌কে শুরু হ‌য়ে দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, চিলমারী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের বাধা উপেক্ষা করে দুই পক্ষের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে অংশ নেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রমনা ইউনিয়নের সাজু ও মোতা‌লেব না‌মে দুই যুবকসহ এলাকাবাসীর সঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, গত শুক্রবার (৪ এপ্রিল) চিলমারী রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের বা‌সিন্দা মা ও মে‌য়ে দ্বিতীয় তিস্তা সেতুতে ঘুরতে গেলে গাইবান্ধার সুন্ধরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের শহরের মোড় এলাকার তিন কিশোর গোপনে ছবি ধারণ ক‌রে এবং উত্ত্যক্ত করার চেষ্টা করে। পরে মা-মেয়ে ওই ঘটনার প্রতিবাদ করার সময় ওই কিশোরেরা তাদের সঙ্গে অশোভন আচরণ করে। বিষয়‌টি ঘটনাস্থলে উপস্থিত চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ডাঙ্গার চর এলাকার ক‌য়েকজন যুব‌কের চোখে পড়লে তারা প্রতিবাদ করেন। এতে দুই প‌ক্ষের যুবক‌দের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। ওই ঘটনার জে‌রে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে রমনা ইউনিয়নের দক্ষিণ খড়খড়িয়া এলাকার আলমগীর হোসেন (৩৫) তাদের ভুট্টা ক্ষেত দেখতে গেলে এক সপ্তাহ আগের ওই ঘটনার জে‌রে শহরের মোড় এলাকার মিস্টারসহ কয়েকজন যুবক মিলে তাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে তার প‌রিবা‌রের লোকজন গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার ক‌রে। প্রথমে তা‌কে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজে পাঠা‌নো হয়। এই ঘটনার পর মাইকিং ক‌রে দুই গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রামের অন্তত ৬ জন আহত হন। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প‌রে সেনাবা‌হিনী ও দুই জেলার পু‌লিশ প্রশাসন উভয়প‌ক্ষের প্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বৈঠক ক‌রে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম ব‌লেন, ‘দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে দুপুরে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতি‌নি‌ধি‌দের নি‌য়ে বৈঠক করা হ‌য়ে‌ছে। তারা আর সংঘ‌র্ষে জড়া‌বে না ব‌লে আশ্বস্ত ক‌রে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক র‌য়ে‌ছে। এ ঘটনায় কোনও পক্ষ থে‌কে লি‌খিত কোনও অভিযোগ পাওয়া যায়‌নি।’

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft