শনিবার ১৯ এপ্রিল ২০২৫
রাজশাহীতে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:৪২ AM আপডেট: ১০.০৪.২০২৫ ১২:৪৫ AM
রাজশাহীর দুর্গাপুরে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে তরুণ-তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমগাছে বেঁধে রাখা হয় তাদের। এ সময় পাহারা দিচ্ছিল গ্রামপুলিশ ও স্থানীয় এলাকাবাসী। সন্ধ্যায় গাছ থেকে খুলে তাদের থানায় নিয়ে আসে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে তাদের বেঁধে রাখা হলেও মারধর করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

আতিকুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা জানান, ছেলেটির নাম আহসান হাবীব। তরুণীর সঙ্গে আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। একই জায়গায় তাদের বাড়ি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিল থেকে বাড়িতে আসার সময় আহসান হাবীবের বাড়ি থেকে অশালীন কথাবার্তার আওয়াজ শোনেন। তিনি জানালা খুলে তাদের আপত্তিকর অবস্থায় দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করেন। আহসান এলাকায় বখাটে হিসেবে পরিচিত। একাধিকবার তাকে নিয়ে নারীঘটিত সালিশ করা হয়েছে।

তবে আহসান হাবীব জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক আটক করেছেন। তাকে এবং ওই নারীকে ফাঁসানো হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, তিনি দুপুর বেলায় বিল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় আহসান তাকে বাজে প্রস্তাব দেয়। তখন তার ঘরে ঢুকলে স্থানীয়রা আটক করে।

বুধবার বিকাল ৫টার সময় ঘটনাস্থলে আটকদের পাহারা দিচ্ছিলেন গ্রামপুলিশ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে পাহারায় নিয়োজিত আছি। চেয়ারম্যান ও গ্রাম্য মাতবর আসলে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হবে।’

এ বিষয়ে নান্দিগ্রামের গ্রাম্য মাতবর আবু সাইদ বলেন, ‘আমি পার্শ্ববর্তী একটি বাজারে ব্যবসা করি। সেখানে দোকান আছে আমার। আমি দোকান বন্ধ রেখে ঘটনাস্থলে যেতে পারিনি। এলাকাবাসী বারবার ফোন দিচ্ছেন। আমি যেতে পারছি না। তাদের বলে দিয়েছি, এ বিষয়ে তোমরা আইনের সহায়তা নাও। তারা আমার কথা শুনছে না। আমার আসায় অপেক্ষায় আছেন। বিষয়টা স্থানীয়ভাবে সমাধান করবেন বলছেন। আমি তাদের না করে দিয়েছি। এরপরও কথা না শোনায়, সন্ধ্যা ৬টার দিকে আমি দোকান বন্ধ রেখে সেখানে যাচ্ছি।’

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী সরদার বলেন, ‘খবর পেয়ে আমি ওখানে গ্রামপুলিশ পাঠিয়েছি। কারণ এমন ঘটনায় সালিশ করা আমার এখতিয়ারে নেই। তাই পুলিশকে খবর দিতে বলেছি।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরল হুদা বলেন, ‘বিষয়টা শুনেছি। এলাকাবাসী থেকে জানানো হয়েছে, তারা বিয়ে করবে। কোনও অভিযোগ পাইনি। যেহেতু বিয়ে করতে চায়, আমাদের কিছু করার নেই।’

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft