শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জের হাওরে ধান কাটা শুরু
আমিনুল হক, সুনামগঞ্জ
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৮:৫৩ PM
মৎস্য, পাথর ও ধান সুনামগঞ্জের প্রাণ। এ ধারাবাহিকতায় সুনামগঞ্জের কৃষকরা কৃষি কাজ করেন। এই কৃষির উপর তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। বোরো ধানের ভাণ্ডার হিসেবে সারাদেশে পরিচিত সুনামগঞ্জ। এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধান বিক্রি করে ছেলে মেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় হাওরের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। 

সুনামগঞ্জে এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে ধারণা করছেন কৃষকরা। তবে বৈশাখ শুরুর আগেই হাওরের কিছু এলাকাকায় ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান হাওরপাড়ের কৃষকরা। 

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ  হয়েছে। যেখান থেকে চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ টন, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। করচার হাওরের কৃষক রিয়াজ উদ্দিন বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। 

স্বপন কুমার বর্মণ নামের আরেক কৃষক বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে।’ 

কৃষক রহমত মিয়া বলেন, হাওরের কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে হাওরের সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ বলেন, সুনামগঞ্জে এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ৮০ শতাংশ ধান পাকলে তারপরই কাটেন। সুনামগঞ্জের ১৩৭ হাওরে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ থেকে ধান কাটা শুরু হবে। 

ধান কাটা উৎসবে কৃষি উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জগন্নাথপুরের নলুয়ার হাওরের বোরো ধান পরিদর্শন করে পাকা ধান দ্রুত কাটতে পরামর্শ দেন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft