শনিবার ১৯ এপ্রিল ২০২৫
আটঘরিয়ায় সাদা সোনার বাম্পার ফলন
মাসুদ রানা, আটঘরিয়া
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:২৬ PM আপডেট: ০৯.০৪.২০২৫ ৭:২৯ PM
কোনো চাষ ছাড়াই, কাদার মধ্যে মসলা জাতীয় ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে কৃষক, বিনা চাষে কাদার উপর রসুন আবাদ কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কৃষককের সাদা সোনা। কৃষি অফিসও তাদের দিচ্ছেন বিনা চাষে রসুন উৎপাদনে নানান রকম পরামর্শ। আটঘরিয়া উপজেলার ছাতিয়ানি গ্রামের কৃষক আমিরুল ইসলাম দেড় থেকে দুই বিঘা জমিতে বিনা চাষে কাদার উপর রসুন (সাদা সোনা) আবাদ শুরু করে এ বছর বাম্পার ফলন হওয়ায় তিনি আগামীতে আরও বেশি আবাদ করবেন বলে আশা করছেন। তার এ অভিনব চাষাবাদ দেখে এলাকার অনেক কৃষক তার পরামর্শক্রমে বিনা চাষে রসুন উৎপাদনে ঝুঁকে পড়ছে। 

ওই রসুন ক্ষেতে খড় বিছিয়ে দেন। ২টি সেচ দেওয়ার ফলে ওই খড় পচে মাটিতে মিশে যায়। এতে সার কম লাগে। তার এ পদ্ধতি চাষ করা দেখে অনেক কৃষক নানা কথা বললেও ওই জমিতে উৎপাদন করে। 

কৃষকরা জানান, এ পদ্ধতিতে রসুনের চাষ করলে জমিতে চাষ দেওয়া ও কোপানো লাগে না। সার ও ওষুধ কম লাগে। শুধু মাত্র ২টি সেচ দিলেই হয়। লাগানো রসুন ক্ষেতের চেয়ে অনেক বড় বড় গাছ ও রসুন বড় হয়। ফলে ১০-১২টি রসুনেই এক কেজি হয়। তার এ পদ্ধতি দেখে অন্য কৃষকরা তার সহযোগিতা চাইলে তিনি তাদের রসুন সরবরাহ করাসহ নানা ধরনের পরামর্শ দেন। তার এ পরামর্শ নিয়ে এ বছর দুলাল মৃর্ধা, আজগর আলী, তোফায়েল আহমেদ, হান্নান আলীসহ অনেকেই বিনা চাষে রসুনের আবাদ করেছেন। এখন অনেক কৃষকই এ পদ্ধতি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। 

কৃষকেরা আরো জানান, এ পদ্ধতির চাষাবাদে চাষের পদ্ধতির চেয়ে দ্বিগুণ রসুন উৎপাদন হবে। চাষ করে রসুন আবাদ করলে প্রতি বিঘায় ২০ মণ রসুন ফলন হয়, আর বিনা চাষে ৩৫ থেকে ৪০ মণ রসুন ফলন হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল হক জানান, আবহাওয়ার কারণে বর্ষার পানি সরতে ও চাষ করতে রসুন আবাদে এক-দেড়মাস পিছিয়ে যেতে হয়। এ কারণে সামান্য কাদার উপর রসুন লাগালে সময় এগিয়ে আসে। এতে উৎপাদন খরচ কম হয় ও ফলন বাম্পার হয়। ফলে কৃষকরা লাভবান হচ্ছে। এ পদ্ধতির চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বলেন, চলতি বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা বিনা চাষে রসুনের আবাদ শুরু করেছে, প্রতি হেক্টর জমিতে ৭ থেকে ৮ টন রসুন ফলন হবে। আগামীতে রসুন আবাদ ব্যাপকভাবে বেড়ে যাবে।

আজকালের খবর/ওআর 








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft