শনিবার ১৯ এপ্রিল ২০২৫
মান্দায় বখাটেদের মারধরে দুই নারীসহ আহত ৪
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৭:১২ PM আপডেট: ০৯.০৪.২০২৫ ৭:১৭ PM
নওগাঁর মান্দায় ইসলামী জালসা থেকে বাড়ি ফেরার পথে বখাটেদের মারধরে দুই নারীসহ চারজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাকুড়িয়া গ্রামের দুর্গামন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে। 

আহতরা হলেন- পাকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের জহুরুল ইসলাম, অন্তরা খাতুন, সাগর হোসেন ও সীমা আক্তার। 

চিকিৎসাধীন জহুরুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী অন্তরা খাতুনকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল পাকুড়িয়া গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সিয়াম হোসেন। বিষয়টি তার বাবা-মাকে অবহিত করা হলে সিয়াম আরও ক্ষিপ্ত হয়ে ভয়ভীতিসহ আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল।’ 

জহুরুল ইসলামের মামা খোদাবক্স মণ্ডল বলেন, গত মঙ্গলবার পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জালসা শোনার জন্য ভাগনে জহুরুল ইসলামসহ পরিবারের সদস্যরা সেখানে যান। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে দুর্গামন্দিরের কাছে বখাটে সিয়ামের নেতৃত্বে ফারুক হোসেন, তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪-৫জন তাদের পথরোধ করে। 

তিনি আরও বলেন, ‘বখাটেরা এ সময় আমার ভাগনের স্ত্রী অন্তরা খাতুনকে তুলে নেওয়ার চেষ্টা করলে ভাগ্নে জহুরল ইসলাম ও ভাগ্নি জামাই সাগর হোসেন বাধা দেন। বখাটেরা তাদের দু’জনকে মারধরসহ ভাগনের স্ত্রী অন্তরা খাতুন, ভাগ্নি সীমা আক্তার, হাসি ও খুশির শ্লীলতাহানী করে। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
আজকালের খবর/ওআর 








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft