শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ইসরাইলি পণ্য কোকাকোলা নষ্ট করে সাতক্ষীরায় বিক্ষোভ
এস এম তৌহিদুজ্জামান,সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ PM
ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেসে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়। 

মিছিলে এসময় নেতাকর্মীরা ‘তুমি-কে আমি-কে, ফিলিস্তিন-ফিলিস্তিন’, ‘বয়কট-বয়কট, ইসরায়েল-বয়কট’, ‘ফিলিস্তিন-ফিলিস্তিন, জিন্দাবাদ-জিন্দাবাদ, ইত্যাদি শ্লোগান দেন।

মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহব্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তাজকিন আহম্মেদ চিশতি, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, শফিকুল আলম বাবু, শেখ শরিফুজ্জামান সজীব, হাসান শাহারিয়ার রিপনসহ বিএনপির নেতা কর্মীরা।

বক্তারা এসময় বলেন, পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্চিত করতে হবে। মানবতার  জয়গান, ফিলিস্তিনের জয়গান নিশ্চিত করতে হবে। ইসরায়েলী পন্য বয়কট করতে হবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানে কোন বিশৃঙ্খলা না করে ইসরায়েলি পন্য সরাতে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা। 

বক্তারা আরো বলেন, ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে।

 তাদের বর্বরতায় ইতিমধ্যে শিশু, নারী ও বৃদ্ধসহ হাজার হাজার নিরস্ত্র মানুষ শহীদ হয়েছে। আমরা সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে এই গণহত্যার প্রতিবাদসহ অবিলম্বে ওই সন্ত্রাসী রাষ্ট্রকে অবৈধ ঘোষনার দাবি জানাচ্ছি।

বক্তরা এসময় ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানান এবং জাতিসংঘের হস্তক্ষেপে দ্রুত যুদ্ধ বন্ধের জোর দাবি জানান।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft