শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আরব বিশ্বকে ঐক্যের আহ্বান ইবি উপাচার্যের
রবিউল আলম, ইবি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:০৭ PM
গাজা ও রাফাহ সহ ফিলিস্তিনে চলমান নৃশংস হত্যাযজ্ঞ, দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় দখলদার ইসরায়েল বাহিনীকে নিপাত করতে আরব বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক দোয়া মাহফিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা একাত্মতা প্রকাশ করেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সাথে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম বলেন, ‘ইসরায়েল যেভাবে নির্বিচারে গণহত্যা করছে আমরা তাদের জন্য বদদোয়া করবো, মনে মনে ঘৃণা করবো, নফল নামাজ পড়ে দোয়া করবো যেন আল্লাহ তাদের রক্ষা করে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেন।’ 

উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী বলেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফায় ইহুদিবাদী ইসরায়েল যে নির্বিচার গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে মুসলিম এবং অমুসলিম দেশগুলোতে প্রতিবাদ হয়েছে। যদি আরব বিশ্বের শক্তিশালী নেতারা সক্রিয় হতো তাহলে গাজায় এভাবে গণহত্যা হতো না। আমরা শেষ রক্তবিন্দু অবধি ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো।’ ওআইসি, আরবলীগসহ সকল আরব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এসব উগ্রবাদী, ইহুদিবাদী সরকার ধ্বংস করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘‘গাজায় সংগঠিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারাবিশ্বের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাট ডাউন পালন করছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের ভাষা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’। ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে গত ৭ অক্টোবর ২০২৩ থেকে তাতে আমরা নির্বাক। সাধারণ মানুষ ও ছাত্র সমাজ প্রতিবাদ জানালেও আরব বিশ্ব নামে মাত্র স্টেটমেন্ট ছাড়া কোনে কথা বলছে না। ইসরায়েল মানবতার শত্রু, তারা মুসলিমের শত্রু। শুধু মুসলিমের শত্রু নয় বরং বিশ্বের মানবতার শত্রু। আমি আহ্বান করব আরব বিশ্বকে এই মানবতার শত্রুকে নিপাত করার জন্য কালবিলম্ব না করে সকলকে এক হতে হবে। এই জন্য আমি তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম ক্র্যাশ ডাউন ইসরায়েল। ফিলিস্তিনের ভূখণ্ড ফিরিয়ে দিয়ে মুক্ত করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সারাজীবন লড়াই করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’’

এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে জামায়েত ইসলামীপন্থি শিক্ষকদের সংগঠন ইবি গ্রীণ ফোরাম বিক্ষোভ সমাবেশ করেন।

আজকালের খবর/ওআর 








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft