প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৬:৫৪ PM আপডেট: ০৮.০৪.২০২৫ ৮:১২ PM

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন পরিদর্শনে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আজ মঙ্গলবার দুপুরে তিনি এফডিসি পরিদর্শন করেন। এ সময় তিনি এফডিসির অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত বেতন নিয়ে কথা বলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসির পদস্থ এক কর্মকর্তা। তবে গণমাধ্যমকে এফডিসি কর্তৃপক্ষ অবগত না করায় এ নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা গেছে, গত ৬ এপ্রিল তথ্য উপদেষ্টা এফডিসিতে পরিদর্শনে আসবেন এমনটাই জানানো হয়। সে মোতাবেক এফডিসি প্রস্তুতি নিলেও গণমাধ্যমকে আড়ালে রাখা হয়। এরআগেও সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এফডিসি ঝটিকা পরিদর্শন করেন, সে সময়ও গণমাধ্যমকে জানানো হয়নি। পরে অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, এটা ছিলো অনির্ধারিত পরিদর্শন। আর বর্তমান উপদেষ্টার পরিদর্শনের বিষয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি ৬ এপ্রিল অবগত হলেও এফডিসি কর্তৃপক্ষ গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার পথে হাঁটে। এ নিয়ে বিনোদন সাংবাদিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এ ব্যাপারে একাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মাধ্যমের সাংবাদিকরা এ প্রতিবেদককে জানান, এফডিসির সঙ্গে গণমাধ্যমের বহুকাল আগে থেকেই সুসম্পর্ক বিরাজ করছে। এফডিসিকে ঢেলে সাজানো বা বেতন যখন অনিয়মিত হয়ে পড়ে তখন গণমাধ্যম নানাভাবেই তাদের পাশে থাকে। বর্তমান তথ্য উপদেষ্টাকে এখনো আমরা সেভাবে পাইনি, এফডিসি নিয়ে তার ভাবনার ব্যাপারটিও আমরা ক্লিয়ার না। আমাদের মনে অনেক প্রশ্ন আছে, আমরা তাকে পেলে অবশ্যই ভাবনার বিনিময় করার সুযোগ পেতাম। এফডিসিতে বিগত সরকারের সময়জুড়ে ব্যাপক দুর্নীতি-অনিয়ম হয়েছে—এসব নিয়ে বর্তমান এমডি এখনো শ্বেতপত্র প্রকাশ করেন নি, যেটা খুবই জরুরি ছিলো। দুঃখজনক এফডিসি কর্তৃপক্ষ আমাদের জানার সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এফডিসি পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ। এ সময় তাকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান প্রতিষ্ঠানের এফডিসি ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।
পরে কিছু সময়ের জন্য উপদেষ্টা পরিচালক সমিতি, শিল্পী সমিতির প্রাঙ্গনে অবস্থান করে তাদের খোঁজ-খবর নেন। সুবিধা-অসুবিধা নিয়ে তাদেরকে এমডির সঙ্গে কথা বলে সমাধানের পরমার্শ দেন। এ সময় তিনি তার সরকারের নেওয়া পদক্ষেপে এফডিসির উন্নয়নে ভাড়া কামনোর কথা উল্লেখ করেন। পাশপাশি নিয়মিত কর্মচারীদের বেতনের জন্য তার সরকার সর্বোচ্চ করবে বলেও আশ্বাস দেন। তিনি আভ্যন্তরীন আয় বাড়ানোর উপর জোর দেন—উপস্থিত পরিচালক-শিল্পীদের সূত্রে এমনটাই জানা গেছে। যদি এ নিয়ে (মঙ্গলবার সন্ধ্যায়) ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আজকালের খবর/আতে