ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ‘স্বাধীনতা কনসার্ট’ শনিবার হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
সোমবার দিনগত রাত একটার পর এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সোমবার দুপুরে জানানো হয়েছিল, আগামী শুক্রবার অনুষ্ঠেয় কনসার্ট শনিবার হবে। এবার শনিবারেও তা হচ্ছে না কনসার্ট।
ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় একযোগে যে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে তা একদিন পিছিয়ে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
আজকালের খবর/ এমকে