প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:৫৫ PM আপডেট: ০৭.০৪.২০২৫ ৪:০৯ PM

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে ফ্যাসিস্ট বিরোধী আইনজীবী সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে শেষ হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে দাবি করা হয় নির্বাচন কমিশনের ৫ জনের মধ্যে চারজন ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার দোসর।তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। বক্তারা তাদের পদত্যাগ করে নির্বাচন বন্ধ করার আহবান জানান অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরগুনার পাবলিক প্রসিকিউটর আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন, সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুরাদ খান, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির প্রমুখ।
আজকালের খবর/ওআর