প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১০:৪২ AM

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত বন্দর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।
রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ২৯ মার্চ (শনিবার) থেকে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের কারণে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। তবে রবিবার থেকে সব কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চালু হবে।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা স্থলবন্দর, উভয়পাশ থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।
ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য, কাঁচামাল, খাদ্যপণ্য, পেঁয়াজ, চাল, ফলমূল, কয়লা, মশলা ও নির্মাণ সামগ্রী আমদানি-রপ্তানি হয়ে থাকে। এই বন্দরটি ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত, যা উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ছুটির মধ্যেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পেরেছেন।
বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল থেকেই কার্যক্রম পুরোদমে শুরু হবে এবং সকল ব্যবসায়িক কর্মকাণ্ড আবারও সচল হয়ে উঠবে।
আজকালের খবর/ এমকে