শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সুনামগঞ্জ বিএনপি এখনো স্বৈরশাসক মুক্ত হয়নি: বঞ্চিত বিএনপি নেতারা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ২:৪৬ PM
ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ স্বৈরশাসক মুক্ত হলেও, সুনামগঞ্জ জেলা বিএনপি স্বৈরশাসক মুক্ত হয়নি বলে বঞ্চিত জেলা বিএনপি নেতৃবৃন্দের দাবি। দলের প্রতি দায়িত্বশীল নেতাদের আচরণে জেলায় দলের কাঠামো ভেঙ্গে পড়ছে। দলকে সিন্ডিকেট ও লিমিটেড কোম্পানিতে রুপান্তর করা হচ্ছে । 

গতকাল শুক্রবার শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুনামগঞ্জ জেলা বিএনপিকে সিন্ডিকেটমুক্ত করে শক্তিশালী ও ঐক্যবদ্ব করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সুনামগঞ্জ জেলার ত্যাগী নির্যাতিত তৃনমূল বিএনপির নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করেছেন তারাই আজ সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ৪০০ গজের ভিতরেই আন্দোলন করেছেন আওয়ামী আর্শিবাদ পুষ্ট নেতারা। এই সিন্ডিকেট দলের প্রতিটি কর্মকাণ্ডে দলের ভিতরে বিভক্তি ও বিভাজনের সৃষ্টি করেছিল। ২০২৪ সালের ৪ নভেম্বর জেলা বিএনপির নেতাকর্মীদের বোকা বানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভূল তথ্য দিয়ে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির বাতিল করে পূণঃরায় কমিটি দেয়ার দাবি জানান জেলা পর্যায়ের ত্যাগী নেতৃবৃন্দ। 

ত্যাগী নেতারা বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ সকলকে মিলেমিশে কাজ করার আহবান  ও সকল নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ইউনিট কমিটি গঠন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ইউনিট কমিটিও পরবর্তী সময়ে সিন্ডিকেটের খপ্পরে পড়ে। ত্যাগীরা বঞ্চিতই থেকে যান। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তার কথা রাখতে ব্যর্থ হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এইসব ইউনিট কমিটি প্রত্যাহার করে কেন্দ্রেীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। সদ্য উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কার্যক্রম স্থগিত না রাখলে বিকল্প কমিটি গঠনের ব্যবস্থা করবেন বলে জানান এই ত্যাগী নেতারা। বক্তব্যে আরো বলা হয় আবদনের প্রেক্ষিতে যেসব টাকা সংগ্রহ করা হয়েছে তারও কোন সচ্ছতা নেই। দলছুট নেতা, আওয়ামী সুবিধাভোগীদের পূর্নবাসন করা হচ্ছে যা দলের জন্য ক্ষতির কারণ। ঐ সকল ব্যক্তিদের অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান তারা। 

এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ পীর, সাবেক কলেজ ছাত্রদল নেতা আব্দুল করিম, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মইনুল হক, বিএনপি নেতা আব্দুল গাফ্ফার, সাবেক যুবদল নেতা হাবিববুর রহমান, সাবেক পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক বিএনপি নেতা নাজমুল ইসলাম, সাবেক বিএনপি নেতা হোসন আমীর, পৌর বিএনপির সাবেক সদস্য আব্দুল মজিদ লিটন।  

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft