শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি' ৯০ ব্যাচের পুনর্মিলনী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১২:৫৬ PM আপডেট: ০৫.০৪.২০২৫ ১২:৫৮ PM
উৎসবমুখর পরিবেশে হয়ে গেল ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি, ১৯৯০ ব্যাচের পুনর্মিলনী। দীর্ঘ ৩৫ বছর পরে প্রথমবারের এই আয়োজনে সতীর্থ এবং তাদের পরিবারের সদস্যসহ শিক্ষাগুরুদের কাছে পেয়ে দিনভর আড্ডা-খুনসুটি, আনন্দ- উচ্ছ্বাসে মেতে ওঠেন শৈশব-কৈশোরের সহপাঠী বন্ধুরা। 

শুক্রবার (৪ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের এই পুনর্মিলনী শুরু হয় স্কুল জীবনের স্মৃতি হিসেবে ঘণ্টা বাজিয়ে। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে শপথবাক্য পাঠ শেষে র‌্যালি বের করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ দিয়ে সূচনা ঘটা প্রাক্তন শিক্ষক সম্মাননা পর্বে স্মৃতিচারণ করেন সংবর্ধিত গুরুদাস সাহা, রমেন্দ্র নাথ রায় কর্মকার, প্রভাত কুমার বিশ্বাস, মুজাফফর হোসেন মোল্লা, শামসুল হক ভোলা মাস্টার, হারুনুর রশিদ, ইউনুস আলী, খলিলুর রহমান, মোহাম্মদ হারুনুর রশীদ ও লোকমান প্রামাণিক। এই নয় শিক্ষাগুরুকে উত্তরীয় পরিয়ে, মানপত্র পাঠ এবং ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন প্রাক্তন শিক্ষার্থীরা। মৃত্যুবরণকারী শিক্ষক ও নব্বইয়ের এসএসসি পরীক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিশেষ সম্মাননা পান ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং এসএসসি' ৯০ ব্যাচের কৃতী শিক্ষার্থী আইসিসির আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও। 

বিকেলের স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন- এসএসসি' ৯০ ব্যাচের শিক্ষার্থী প্রবীর সাহা, মিসকাতুর আহমেদ মিতু, মোস্তাক আহমেদ রানা, এস্তেয়াক আহমেদ রাজু, তাপস নন্দী পলাশ, অমরেশ রায়, অশোকেশ রায়, সরফরাজ খান সুন্দর, রেজাউল করিম, শ্যামলেন্দু চক্রবর্তী, শোয়েবুল ইসলাম, মিরাজুর রহমান, এনামুল করিম মামুন, হাবিব মৃধা, বাকী বিল্লাহ খান পলাশ, সজল কুমার সাহা প্রমুখ।

পরে গান, আবৃত্তি ও নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এসএসসি' ৯০ ব্যাচের শিক্ষার্থী ও তাদের সন্তান এবং আমন্ত্রিত শিল্পীরা। সবশেষে পুরস্কার বিতরণ ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft