শনিবার ১৯ এপ্রিল ২০২৫
গ্রামবাসীকে ঈদগাহ উপহার দিলেন মুফতি আবুল হাসিম
চুনারুঘাট সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ AM
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামবাসীকে ঈদগাহ ময়দান উপহার দিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোয়াই এয়ার ট্রাভেলসের প্রোপ্রাইটর  মাওলানা মুফতি আবুল হাসিম। 

গত সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে এ ঈদগাহ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আমরোড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুর রউফ।

নামাজের পূর্বে মাধবপুর হাজী জোবেদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফজলুল হকের পরিচালনায় গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুর রউফ, বিশিষ্ট মুরুব্বি দিদার আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা ইরফান আলী, কৃষি ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন, উবাহাটা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মালেক, মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তার মিয়া, হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী শামসুল হক, হাজী শফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ, নুর মোহাম্মদপুর কামিল মাদ্রাসার শিক্ষক  মাওলানা আজমান আলী, ডা. আশরাফুল ইসলাম সুজনসহ প্রমুখ। নামাজ শেষে গ্রামবাসীর পক্ষ থেকে জমিদাতা খোয়াই এয়ার ট্রাভেলসের প্রোপ্রাইটর মাওলানা মুফতি আবুল হাসিমকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসীসহ এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাধবপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি আলহাজ্ব আবুল হাসিম। মোনাজাতে দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করা হশ।

ঈদগাহ'র জমিদাতা মাওলানা মুফতি আলহাজ্ব আবুল হাসিম জানান, এ গ্রামের নিকটবর্তী কোনো ঈদগাহ ময়দান না থাকায় এলাকাবাসী ঈদ নামাজ পড়তে অনেক কষ্ট পোহাতেন। তাই আমার বাবা-মা (মরহুম আলহাজ্ব আব্দুছ ছাত্তার ও মরহুমা ফুলজান বিবি) এর রূহের মাগফিরাত কামনায় এবং ঈদ নামাজ পড়তে এলাকাবাসীর সুবিধার জন্য এ ঈদগাহের জমি দান করেছেন। আমি মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত সমাজের উন্নয়নে ভুমিকা রাখতে চাই।

উল্লেখ্য যে, মাওলানা মুফতি আবুল হাসিম। দীর্ঘদিন ধরে দূর্গাপুর এলাকাসহ বিভিন্ন স্থানের গরীব অসহায় মানুষকে সার্বিক সহযোগীতাসহ মসজিদ মাদ্রাসার ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করে আসছেন।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft