বরিশাল নগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুজন (২৩) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন রায়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. সাদ্দাম হাওলাদার (৩০) এবং মো. কাইয়ুম মুন্সী (৪৫)। এখনো হত্যা মামলার এজাহার নামীয় আরো ৯ আসামি পলাতক রয়েছেন।
র্যাব-৮-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান মিডিয়ায় রবিবার জানান, ১৫ মার্চ দুপুরে সুজনকে পরিকল্পিতভাবে ফোন করেন আসামিরা। চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজনকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেন তারা।
র্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ ভর্তি করে পুলিশ। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সুজন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সুজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ভিডিও আমাদের হাতে এসেছে। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্ত হয়েছে। সুজনের বাবা মনির হাওলাদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ১৯ মার্চ কোতোয়ালি থানায় মামলা করেন।
আজকালের খবর/ এমকে