শনিবার ১৯ এপ্রিল ২০২৫
১০০ কোটি মার্কিন ডলারের পুরস্কার নিয়ে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ২:৫২ PM
জুন-জুলাই মাসে বসবে ক্লাব বিশ্বকাপের আসর। বর্ধিত সংস্করণের এবারের ক্লাব বিশ্বকাপের আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই হবে ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর। বলা যেতে পারে, বিশ্বকাপ আয়োজনের মহড়া হতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। আর বড় এই ইভেন্টকে সামনে রেখে রীতিমত টাকার ব্যাগ নিয়েই মাঠে নেমেছে ফিফা। 

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি দল। আর সব দল মিলিয়ে রাখা হয়েছে মোট ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক পুরস্কার। বাংলাদেশের আজকের বাজারদর বিবেচনায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

তবে এই বন্টনের ব্যবস্থায় সব ক্লাবই সমান অর্থ পাবে না। ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে। তবে এর মাঝে সবচেয়ে বেশি  পাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ।  টুর্নামেন্টে অংশ নিয়ে রিয়াল পাবে ৩ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশের বাজারে যার মূল্য ৪৬৪ কোটি ২৮ লাখ টাকা।

সবার কম বরাদ্দ অকল্যান্ড সিটি ফুটবল ক্লাবের। ওশেনিয়া মহাদেশের একমাত্র প্রতিনিধি দেশটি পাবে ৩৫ লাখ ৮০ হাজার ডলার বা ৪৩ কোটি ৫২ লাখ টাকা। ৪৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে সেই ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।

আর চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারও রীতিমত চোখ আকাশে তোলার মতোই। ইউরোপের শীর্ষ কোনো দল চ্যাম্পিয়ন হলে পেতে পারে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার। আজকের বাজারদরে যা ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা। অথচ ফিফার মূল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ২০২২ সালে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। যার অর্থ, ইউরোপিয়ান শীর্ষ কোনো ক্লাব চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা দলের চেয়ে ৩ গুণ বেশি টাকা পাচ্ছে।

গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ী দলের জন্য পুরস্কার আছে ২০ লাখ ডলার বা ২৪ কোটি ৩০ লাখ টাকা)।  ম্যাচ ড্র করে দুই দল পাবে ১০ লাখ ডলার। শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে ৭৫ লাখ ডলার (৯১ কোটি ১৭ লাখ টাকা)। কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব ১ কোটি ৩১ লাখ ২৫ হাজার ডলার (১৫৯ কোটি ৫৬ লাখ টাকা) করে।

সেমিফাইনালে জয়ী দুই ক্লাব ২ কোটি ১০ লাখ ডলার (২৫৫ কোটি ৩০ লাখ টাকা) করে পাবে। আর রানার্সআপ দল ৩ কোটি ডলার (৩৬৪ কোটি ৭১ লাখ টাকা) এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার (৪৮৬ কোটি ২৯ লাখ টাকা)। 


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘিরে উত্তেজনা
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft