শনিবার ১৯ এপ্রিল ২০২৫
বিবিসিকে জরিমানা করল ভারত: রিপোর্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ PM
বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করেছে।

বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনসকে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড করে এই জরিমানা করা হয়।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরুর পর দিল্লি ও মুম্বইয়ে বিবিসির অফিসে তল্লাশি করেছিল ইডি। আর্থিক অস্বচ্ছতা সংশ্লিষ্ট সন্দেহের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর আমরা তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বিবেচনা করব।

মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলা নিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে। এটি প্রকাশ করার পররপই পরপরই বিবিসিকে নিয়ে তদন্ত শুরু হয় ভারতে।

পরে ভারত সরকার বিবিসির তথ্যচিত্রটিকে 'অপপ্রচার' আখ্যা দেয় এবং বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে।

২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগলে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী মারা যায়। যার ফলে গুজরাট রাজ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংস এই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা এবং অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ আনা হয়।


আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদে আসন ৬০০ করার সুপারিশ
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
সিরাজগঞ্জে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচন দেরিতে হলে দেশের মানুষ হতাশায় ভুগবে: রিজভী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছোট্ট পাঠক সাবিহা : পত্রিকা পড়া যার নেশা
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা টানু মল্লিক গ্রেপ্তার
কোণঠাসা কোক-পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি বিতরন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft