প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০২ PM আপডেট: ২২.০২.২০২৫ ১:৩৪ PM

স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এর কাছে সুপারিশমালা তুলে দিন কমিশনের সদস্যরা।
গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনসহ আরো পাঁচটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য তুলে ধরেন। এসময় তারা প্রতিবেদনটি প্রকাশ করেছে।
বুধবার (ফেব্রুয়ারি ১৯) স্থানীয় সরকার সংস্কার কমিশনের অধ্যাপক তোফায়েল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে এ সুপারিশমালা হস্তান্তর করেন।
ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে।
আজকালের খবর/বিএস