গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজমের বদলি জনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের সভাকক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ওই সভায় এ এস এম সফিউল আজমকে সংবর্ধনা প্রদান করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে'র সভাপতিত্বে ও সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরিন আক্তার মাধবী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোহেল , আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুল নাঈম, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেহাজ উদ্দিন , তত্ত্বাবধায় প্রকৌশলী সুদীপ বসাক ,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া , বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল , নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রাসেল , রাজস্ব কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ ।এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ এস এম সফিউল আজম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পর সরকারি বিধি মোতাবেক এবার তাকে মন্ত্রণালয়ে বদলি করা হয় ।
আজকালের খবর/ এমকে