রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
ফরিদপুরে বিস্ফোরক দ্রব্য আইনে ১৭০ নামসহ তিন হাজার জনের নামে মামলা
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ PM
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনে আওয়ামী লীগ, বিএনপিসহ ১৭০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো আড়াই থেকে তিন হাজার জনকে আসামি করা হয়েছে। আজ শনিবার সকালে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন। 

গত বুধবার রাতে পৌরসভার বুড়াইচ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করেন। লাভলু সর্দার পেশায় একজন ভ্যান চালক।

এ মামলায় গত বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত ২০ নম্বর আসামি মো. ইকবাল জিহাদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ইকবাল জিহাদ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও ইছাপাশা গ্রামের তফসির উদ্দীন শেখের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট শেখ হাসিনা দেশে ফিরছেন এমন খবরে সকাল ৯টা থেরুনকে বিকেল ৪টা পর্যন্ত আসামিরা আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে আলফাডাঙ্গা সদর বাজারের চৌরাস্তায় যানবাহন ভাংচুর করে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করে এবং ককটেল, হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া আসামিরা বিএনপির নেতাকর্মীদের খুন জখমের হুমকি প্রদান করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এদিকে, গ্রেপ্তার ইকবাল জিহাদের পরিবারের দাবি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে জাতীয়তাবাদী যুবদলের আলফাডাঙ্গা পৌর শাখার ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসাবে দয়িত্ব পালন করছেন। এ মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বহিস্কৃত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও  প্রতিদিনের সংবাদের আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. এনায়েত হোসেন, ঢাকা টাইমসের উপজেলা প্রতিনিধি রিয়াজ মুস্তাফিজ, কালবেলার উপজেলা প্রতিনিধি ও আওয়ামী নেতা মো. তারিকুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল, আওয়ামী লীগ কর্মী মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭০ নেতাকর্মী।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে থানায় একটি মামলায় হয়েছে। মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
উদ্যোক্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিধ্বস্ত গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসন ফাঁকা রেখেই ইবির ভর্তি কার্যক্রম বন্ধ, স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি: শেখ হাসিনা
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
জাতি ঐক্যবদ্ধ থাকলে হাসিনাকে দেশে এনে বিচার করা সম্ভব: প্রেস সচিব
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft