রবিবার ১৯ জানুয়ারি ২০২৫
কক্সবাজারে পর্যটককে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৯ PM
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ায় অস্ত্রের মুখে তিন পর্যটককে জিম্মি করে নগদ টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তারের পাশাপাশি লুটের মালামালও উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার ভবানীপুরের বড় হাতিয়া গ্রামের ফাহিম রাজ ও স্কুলরোড এলাকার শহিদুল ইসলাম, কক্সবাজার শহরের টেকপাড়া কালুরদোকান এলাকার শাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ , বিজিবি ক্যাম্প সংলগ্ন চৌধুরীপাড়ার আশরাফুল ইসলাম, সমিতিপাড়ার সৈয়দ নুর ও মো. জিসান। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, তাদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। 

আজ শনিবার সকালে কক্সবাজার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া রাস্তারমুখে (বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে) হৃদয়, তারেক আজিজ ও সাজ্জাদ মজুমদার ওরফে শুভ নামের তিন পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে সশস্ত্র ছিনতাইকারীদের একটি দল। পর্যটকেরা সমুদ্রসৈকতের যাওয়ার সময় টাকা, একটি আইফোনসহ দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন পর্যটককে উদ্ধার করলেও ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, পাইপ রেঞ্জ, চাকু, প্রায় ৬০ ইঞ্চি লম্বা লোহার চেইনসহ একটি ইজিবাইক ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সেই সঙ্গে পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোন দুটিও উদ্ধার করা হয়।

ওসি মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে থানায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা আছে। সমুদ্রসৈকতের ঝাউবাগান ও সৈকতে নামার বিভিন্ন সড়কে ছিনতাইকারীরা ওঁৎ পেতে থাকে। সুযোগ বুঝে তারা পর্যটকদের মালামাল লুট ও ছিনতাই করে। অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারেও পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান তিনি। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
উদ্যোক্তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ
যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিধ্বস্ত গাজায় মুক্তির আশা, প্রহর গুণছেন ফিলিস্তিনিরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসন ফাঁকা রেখেই ইবির ভর্তি কার্যক্রম বন্ধ, স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
আল্লাহ আমাকে দিয়ে আরও কিছু কাজ করাতে চান বলেই বেঁচে আছি: শেখ হাসিনা
জাতি ঐক্যবদ্ধ থাকলে হাসিনাকে দেশে এনে বিচার করা সম্ভব: প্রেস সচিব
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft