প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:০০ PM
ফেনী জেলা বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন আলাল স্বাক্ষরিত ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সোনাগাজী পৌর ও উপজেলা কমিটি এবং দাগনভূইয়া পৌর ও উপজেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ফেনী প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ শনিবার বিকেলে অনুিষ্ঠত হয়েছে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- সোনাগাজীর সাবেক পৌরসভার মেয়র জামাল উদ্দিন সেন্টু, সাবেক মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান আমির উদ্দিন দোলন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাাপতি কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুইয়া, দাগনভুইয়া উপজেলা বিএনপির নেতা কাজী সাইফুর রহমান স্বপন, যুবদলের নেতা শাহাদাত হোসাইন, ছাত্রদলের নেতা কাজী ফটিক, বিএনপি নেতা সাইফুর রহমান রতন, মাহাবুবুল আলম রিপনসহ বিএনপি ও যুবদলের এবং ছাত্র দলের নেতারা।
বক্তারা অনতিবিলম্বে ভুয়া ও পকেট কমিটি বাতিলের দাবি করেন। নতুবা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন বলে জানিয়েছেন তারা।
আজকালের খবর/ওআর