শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
মানুষ ১৬টি বছর আওয়ামী স্বৈরাচার সরকারের কাছে অবরুদ্ধ ছিল: মেহেদী হাসান এলিস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪:০৯ PM
গাজীপুর সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেছেন, বাংলাদেশের মানুষ প্রায় ১৬ টি বছর  ভয়ংকর আওয়ামী  লীগ স্বৈরাচার  সরকারের কাছে অবরুদ্ধ ছিল। ওই  স্বৈরাচার সরকার  আলেম ওলামাদের ওপর চালিয়ে ছিল চরম নির্যাতন। সারা দেশের আলেম সমাজকে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে বার বার দিয়ে ছিল বাধা।  দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক  দল বিএনপিসহ সকল বিরোধী দলগুলোকে দমন পীড়ন, নেতা কর্মীদের গুম, খুন, মামলা-হামলা করে চরম নির্যাতন করেছিলো। 

গতকাল শুক্রবার  সন্ধ্যা রাতে মহানগরীর ২৯  ওয়ার্ডের উম্মে বুশরা বাগে  জান্নাত  মহিলা মাদরাসার ছকিরতুন্নেছা এতিমখানার উদ্যোগে আয়োজিত  ১৪তম ধর্মীয় ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, জুলাই ২০২৪ এর দেশব্যাপী ছাত্র-জনতার গণ আন্দোলনে ভয়ংকর স্বৈরাচার রক্তপিপাসু অবৈধ আওয়ামী সরকারের পতন ঘটে। ওই রক্তপিপাসু স্বৈরাচার সরকার গণঅভ্যুত্থানকে ঠেকাতে এদেশের বহু মায়ের বুক খালি করেছে। কেড়ে নিয়েছে অসংখ্য মেধাবী ছাত্রের প্রাণ। কেড়ে নিয়েছে মাসুম শিশুসহ  সাধারণ মানুষের প্রাণ।এই হত্যাকান্ড পৃথিবীর চরম বর্বরতাকে হারমানিয়েছে। ওই হাসিনার ওপর আল্লাহর গজব নাযিল হয়েছে। 

তিনি আরও বলেন, ওই স্বৈরাচার আ.লীগ সরকার মানুষের ন্যায্য কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। সর্বোপরি মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দিত। বিএনপিসহ বিরোধী দল গুলোকে মিছিল মিটিং সমাবেশ করতে দেয়নি। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নির্যাতন  করেছে। একটি বাহিনীকে বার বার  ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে গদি টিকিয়ে রেখেছিল। ওই বাহিনীটির সারা জীবনের অর্জন নিষ্পেষিত ও চরমভাবে প্রশ্নবিদ্ধ করে দিয়ে গেছে।  

এলিস বলেন, এদেশের ৯৫ ভাগ  মানুষ  মুসলমান । দীর্ঘ ১৬টি বছরই ইসলামিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে অবরুদ্ধ করেছিল ওই স্বৈরাচার সরকার। ইসলাম ধর্মেরবাণী পৌঁছাতে বাধা প্রদান করেছিল। ওয়াজ মাহফিল গুলো একরকম বন্ধ করে দিয়েছিল। ক্ষমতায় থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিল গুলোতে মুফতি, মাওলানা ও ইসলামিক স্কলারদের চরমভাবে অপমান অপদস্ত করেছিল। এদেশের অনেক জনপ্রিয় ইসলামিক ধর্মীয় বক্তাদের জেলে ভরে রেখেছিল। অনেক ইসলাম ধর্মী বক্তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছিল।

এ ওয়াজ মাহফিলে মাওলানা আশরাফুল আলম নজরুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- ইসলামিক স্কলার মাওলানা হাবিবুর রহমান। উদ্বোধক ছিলেন- কাজি রিফাত হোসেন। এছাড়াও অতিথি ছিলেন-মাওলানা ওমর হাসান, সিরাজুল ইসলাম, মুফতি আল আমিন, বিএনপি নেতা তারেক প্রমুখ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
তাবলীগ জামায়াত নিয়ে বিবদমান সঙ্কট নিরসনের দাবি
সাতদিনের মধ্যে মিষ্টির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে
ফ্যাসিবাদী শক্তি হারিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: গোলাম পরওয়ার
সীমান্তবর্তী মানুষকে প্রয়োজনে সামরিক ট্রেনিং দিতে সরকারকে অনুরোধ নুরের
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
আসন ফাঁকা রেখেই ইবির ভর্তি কার্যক্রম বন্ধ, স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
জাতি ঐক্যবদ্ধ থাকলে হাসিনাকে দেশে এনে বিচার করা সম্ভব: প্রেস সচিব
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft