শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই, দুই সমন্বয়কের বিরুদ্ধে মামলা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩:২২ PM
আহত মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

আহত মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা করে মারধর ও ছয় লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কের বিরুদ্ধে। বৃহস্পতিবারের এই ঘটনায় দুই ছাত্র সমন্বয়কসহ চার জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন ওই মাছ ব্যবসায়ী।

মামলা সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (২৯)। প্রতিদিনের মতো বৃহস্পতিবার মাছের আড়তের হিসাব নিকাশ শেষ করে নগদ টাকা নিয়ে দুপুরের পর বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে এক ফাঁকা জায়গায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), ভান্ডারীর ছেলে মনির (২২) ও একই এলাকার রুমন মিয়াসহ (২৫) আরও ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে গুরুতর আহত করে। এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শুক্রবার দুপুরে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন হামলাকারীর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস।

ওই ব্যবসায়ীর অভিযোগ, বিজয় ও রুমন ছাত্র সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার ওপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান, এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুনেছি দুই আসামি ছাত্র সমন্বয়ক, তবে তারা সমন্বয়ক কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
ফ্যাসিবাদী শক্তি হারিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: গোলাম পরওয়ার
সীমান্তবর্তী মানুষকে প্রয়োজনে সামরিক ট্রেনিং দিতে সরকারকে অনুরোধ নুরের
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছি: ড. বদিউল আলম
পাতাকা বৈঠক: সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
আসন ফাঁকা রেখেই ইবির ভর্তি কার্যক্রম বন্ধ, স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
জাতি ঐক্যবদ্ধ থাকলে হাসিনাকে দেশে এনে বিচার করা সম্ভব: প্রেস সচিব
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft