শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
আলীকদমে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩:০২ PM
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. ছৈয়দ আমিন (১৮) ও মো. মিনহাজ (১৮)। এরা সবাই আলীকদম উপজেলার বাজারপাড়ার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন ওই তিন যুবক। পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেলটি এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও দুই আরোহীর মৃত্যু হয়।  

এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।  

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার জানান, তিনজনের মরদেহ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। তবে চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট যেন সংসদে ফিরতে না পারে সেই সুপারিশ করেছি: ড. বদিউল আলম
পাতাকা বৈঠক: সীমান্তের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ
ঘোষিত কমিটি বাতিলের দাবীতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল
‘আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে’
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
আসন ফাঁকা রেখেই ইবির ভর্তি কার্যক্রম বন্ধ, স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ
ইরানি প্রেসিডেন্টকে এক ঘণ্টা অপেক্ষায় রাখেন পুতিন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft