শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:৩০ PM আপডেট: ১৮.০১.২০২৫ ২:৩২ PM
বাগদানের পর এবার বিয়ে সাড়লেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে, গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

শুক্রবার রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় দুজনের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারের ট্রেইনার শাহনাজ পারভীন শিমুর সঙ্গে তার বিয়ের ছবি ভাইরাল হয়েছে। তাদের বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান রাহাত লাক্সারি ফটোগ্রাফি এবং ড্রিম ওয়েভার। প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজে ছবি ও ভিডিও পোস্ট করেছে।

গত ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন ৫৫ বছরের সোহেল তাজ। এর তিন সপ্তাহের মধ্যে গাঁটছড়া বাঁধলেন।

জানা গেছে, মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায় বসবাস করেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিমু। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার সুবাদে সোহেল তাজের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া। ‍
নতুন প্রকাশিত একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বৌ শিমু।

ছড়িয়ে পড়া বিয়ের ছবি ও ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেল তাজকে। সোহেল তাজ পরেছিলেন সাদা রংয়ের শেরওয়ানী ও পায়জামা, গলায় সাদা রংয়ের কারুকাজের মালা। শিমু পরেছিলেন সাদার সাথে হাল্কা গোলাপী রংয়ের দৃষ্টিনন্দন পোশাক। 

একাধিক ছবিতে ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, তারা দুজনে সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন। সোহেল তাজ হাত ধরে শিমুকে নিয়ে যাচ্ছেন। লেকের ধারে তাদের সংক্ষিপ্ত একটি নাচের মুদ্রার দৃশ্যও নজড় কাড়ে। 

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতিই তিনি বেশি মনোযোগী। ধানমন্ডিতে খুলেছেন নিজের ফিটনেস সেন্টার। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এ ছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করতে দেখা গেছে তাকে।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ঘোষিত কমিটি বাতিলের দাবীতে ফেনীতে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল
‘আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে’
রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
মুজিব কিল্লা প্রকল্পের ডিপিডির শাস্তি চেয়ে আবেদন
ট্রাম্পের শপথের আগেই ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ
কাজী নজরুলের নাতি বাবুল দগ্ধ, পুড়ে গেছে ৭৪ শতাংশ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft