শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
১৬২ দিন পর আলোচিত আরজি কর মামলার রায় আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১:০৮ PM
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার ঘোষণা করা হবে। আরজি কর কাণ্ডের ১৬২ দিন পর আজ দুপুরের দিকে শিয়ালদহ আদালতে এ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আদালত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিচারক অনির্বাণ দাস আজ দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। এরই মধ্যে নিম্ন আদালতে এই মামলায় ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যদাতাদের তালিকায় নিহত চিকিৎসকের বাবা, সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা, কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী রয়েছেন।

গত বছরের ৯ আগস্ট আরজি হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন ভোরে সঞ্জয় রায় নামের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে কালকাতা পুলিশ। এরপর সিবিআই ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।

এ ছাড়া আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই।

আরজি কর ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর কলকাতাজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
ছাত্রদল নেতার ডাকে জাবি ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা, দুই জনই আটক
দুঃখবোধই হেলাল হাফিজের কবিতার উপমা
হারুকি মুরাকামি, জীবনমুখী ও সর্বজনীন লেখক
একজন সুরুজ আলী
ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনতাই, দুই সমন্বয়কের বিরুদ্ধে মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft