প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১:০৮ PM
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ শনিবার ঘোষণা করা হবে। আরজি কর কাণ্ডের ১৬২ দিন পর আজ দুপুরের দিকে শিয়ালদহ আদালতে এ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আদালত সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, বিচারক অনির্বাণ দাস আজ দুপুরে আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। এরই মধ্যে নিম্ন আদালতে এই মামলায় ৫০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্যদাতাদের তালিকায় নিহত চিকিৎসকের বাবা, সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা, কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী রয়েছেন।
গত বছরের ৯ আগস্ট আরজি হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। ওই দিন ভোরে সঞ্জয় রায় নামের সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে কালকাতা পুলিশ। এরপর সিবিআই ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে।
এ ছাড়া আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে কলেজটির অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেছে সিবিআই।
আরজি কর ধর্ষণকাণ্ড প্রকাশ্যে আসার পর কলকাতাজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছিল হাজার হাজার মানুষ।
আজকালের খবর/বিএস