শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন
ইরানি প্রেসিডেন্টকে এক ঘণ্টা অপেক্ষায় রাখেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৩৮ PM
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং তার প্রতিনিধি দলকে প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রাখা হয়েছিল। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে তাদের এভাবে অপেক্ষায় রাখা হয়। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সূত্র জানিয়েছে, ইরান থেকে যাওয়া এই প্রতিনিধি দলকে দুইটি অপশন দেওয়া হয়। লাউঞ্জে অপেক্ষা করা বা হোটেলে ফিরে যাওয়া। সেইসময় সাক্ষাতের সঙ্গে পুতিন প্রস্তুত ছিলেন না বলে জানানো হয়।  

ইরান ইন্টারন্যাশনাল বলছে, এমন পরিস্থিতিতে নামাজের অজুহাতে মাসুদ পেজেশকিয়ান ক্রেমলিন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে এরইমধ্যে পুতিন ও মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছেন। শুক্রবার রুশ সংবাদসংস্থা তাস বলছে, এই চুক্তি মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এটি কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের মর্যাদা নিশ্চিত করবে। চুক্তিটি দীর্ঘমেয়াদে সহযোগিতার আরও বিকাশের জন্য একটি আইনি কাঠামোও সৃষ্টি করেছে।

এদিকে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, পুতিন এর আগেও অনেক নেতাদের সঙ্গে বৈঠকের আগে তাদের অপেক্ষায় রেখেছিলেন। পুতিন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে প্রায় চার ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন। জাপান, মঙ্গোলিয়া ও ইসরায়েলের নেতাদেরও তিন ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন পুতিন। 

২০০৩ সালে ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথকে প্রায় ১৫ মিনিট অপেক্ষায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট। এ ছাড়া ২০১২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে পুতিনের সঙ্গে বৈঠক ৪০ মিনিট পেছাতে হয়। পুতিনের কারণে এমনটি হয়েছিল। 

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উৎসব
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
এতো ক্ষমতা তাহলে দেশ ছেড়ে পালালেন কেন : আওয়ামী লীগকে জামায়াত আমির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft