শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ঐকমত্য দেখতে চায় ইইউ, যুক্তরাষ্ট্রের গুরুত্ব মানবাধিকারে
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:৪২ AM আপডেট: ১৮.০১.২০২৫ ১১:৪৫ AM
কোন কোন খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার হওয়া উচিত সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অন্যদিকে যুক্তরাষ্ট্র সবার জন্য নিরাপত্তা ও ন্যায্যতার নীতি নিশ্চিত করতে বিচারব্যবস্থা শক্তিশালীকরণ ও মানবাধিকারকে সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। ইইউ ও যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুকে আলাদা বার্তায় এ কথা জানিয়েছে।

গতকাল শুক্রবার ঢাকায় ইইউ মিশন তাদের ফেসবুক পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারের সাক্ষাতের ছবি পোস্ট করেছে।

ইইউ মিশন বলেছে, প্রধান উপদেষ্টা সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার পর এ সপ্তাহে ইইউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে দলটির রাজনৈতিক প্ল্যাটফরম সম্পর্কে জানতে সাক্ষাৎ করে। গত ১৫ জানুয়ারি প্রথম চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশগুলো জমা দেওয়ার পর সংস্কারের জন্য অগ্রাধিকারের বিষয়গুলো চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখার অপেক্ষায় আছে ইইউ।

ঢাকায় ইইউ মিশন আরো জানায়, মানবাধিবার, আইনের শাসন ও গণতন্ত্রের বিষয়ে উচ্চাকাঙ্ক্ষী সংস্কারকে সহযোগিতা করতে ইইউ প্রস্তুত।

এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) ট্রেসি অ্যান জ্যাকবসন গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের আইন, বিচার  ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এটিই প্রথম বৈঠক। ওই বৈঠকের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্র দূতাবাস ফেসবুকে জানিয়েছে, ‘সবার জন্য ন্যায্যতা ও নিরাপত্তার নীতি নিশ্চিত করার জন্য মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচারব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র নিবেদিত রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম বৈঠকের অংশ হিসেবে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে শ্রম অধিকার, বিচার বিভাগের সংস্কার এবং সন্ত্রাসবাদ দমন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।’

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি কাল
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উৎসব
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
এবার বিয়ে সাড়লেন সোহেল তাজ
এতো ক্ষমতা তাহলে দেশ ছেড়ে পালালেন কেন : আওয়ামী লীগকে জামায়াত আমির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
বিশ্বব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশের অর্থনীতিতে সংকট আরও বাড়বে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft