শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:২৮ AM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে স্থিতিশীলতা আসবে না। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হলে পূর্বশর্ত হলো নির্বাচন। দেশে স্থিতিশীলতার জন্য জনগণের নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন। তাই দ্রুতসময়ে একটি নির্বাচন দিন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের ব্যানারে চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, হাসিনার আমলে গণতন্ত্রের আগে তারা উন্নয়ন নিয়ে ব্যবসা করেছে, লুটপাট করেছে। আমরা জনগণের প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বেশি নজর দিচ্ছি। জনগণের যিনি সরকার হবেন, তিনি ৫ বছরের জন্য দায়িত্ব নিয়ে থাকবেন। দেশে একটা স্থিতিশীলতা থাকবে। এই স্থিতিশীলতা ব্যবসা, সমৃদ্ধশীল অর্থনীতি, আইন-শৃঙ্খলার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন।

এ্যানি আরও বলেন, তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে দেশ শাসন করবো না। এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ সৃষ্টি হয়েছে। এখান থেকে বের হয়ে যেতে হবে। নতুন করে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন তারেক রহমান। এতে সাধারণভাবে নিচের কক্ষে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে এবং উচ্চকক্ষে একটি টিম থাকবে শ্রেণিভিত্তিক। যার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য থাকবে। এ ক্ষমতার ভারসাম্যের নতুন উদ্ভাবনা দেশে তারেক রহমান নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান জাতীয়তাবাদী রাজনীতি দিয়ে আমাদেরকে স্বনির্ভরতা দিয়েছে। খালেদা জিয়া আমাদের সংসদীয় পদ্ধতি দিয়েছেন। তারেক রহমান আমাদেরকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সুশাসন ও নতুন শাসন ব্যবস্থায় আমার আপনার কথার ক্ষমতার ভারসাম্য দেওয়ার জন্য কাজ করছেন। সবার জন্য সরকার, বিএনপির জন্য একক কোনো সরকার থাকবে না। সবার জনসমর্থন ও প্রতিনিধি নিয়ে সেখানে নতুন শাসন ব্যবস্থা থাকবে। এজন্য তারেক রহমান দেশের মানুষের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

উত্তর জয়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক খালেদ হোসেন সেলিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া। এ সময় প্রধান বক্তা ছিলেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

সমাবেশে বক্তব্য রাখেন- চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। 

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft