২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক ও শপথ গহণ অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে ইনডোরে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন।
তীব্র ঠান্ডার কারণে সিদ্ধান্তের এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। বলা হয়েছে, অভিষেক ও শপথ ক্যাপিটল রোটুন্ডার ভেতর অনুষ্ঠিত হবে।
ট্রাম্প লিখেছেন, ‘বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের ক্যাপিটলে আনা হবে। এটি সবার জন্য, বিশেষ করে বৃহৎ টিভি দর্শকদের জন্য খুব সুন্দর একটি অভিজ্ঞতা হবে। ঐতিহাসিক ঘটনা লাইভ দেখার জন্য, এবং প্রেসিডেন্সিয়াল প্যারেড আয়োজনের জন্য ক্যাপিটাল ওয়ান এরিনা খোলা হবে। শপথ গ্রহণের পর আমি ক্যাপিটাল ওয়ানে জনতার সাথে যোগ দেব।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অভিষেক বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে শীতলতম হবে। এমনকি সেদিন তুষারঝড়ও হওয়ার আশঙ্কা রয়েছে। সেদিন তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ১১ ডিগ্রি এবং সর্বোচ্চ মাইনাস ৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে
ট্রাম্প আরও লিখেন, এই তাপমাত্রার মধ্যে তিনি কোনোভাবেই মানুষকে আহত বা আহত দেখতে চান না।
আজকালের খবর/ এমকে