প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১০:৩৯ PM
গাজীপুর পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষি গবেষণা শ্রমিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদের দাফন সম্পন্ন হয়েছে। হামিদ দীর্ঘদিন কিডনিরোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের সামন্তপুর এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার সকাল ১১ টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।
জানাজায় উপস্থিত ছিলেন-গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি ,গাজীপুর মেট্রো সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল ,বিএনপি নেতা জিএস মনির , বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি, বিএনপি নেতা জাকির হোসেন ,বিএনপি নেতা তারেক , সাবেক ছাত্রেনতা ও গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু , কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম (কাঞ্চন), এটিআইয়ের সাবেক জিএস উজ্জল , আবু ইউসুফ রনি প্রমুখ। ওই সময় আব্দুল হামিদের সহকর্মীসহ স্থানীয় ও দূরদূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষী আত্মীয়-স্বজন মুসল্লিরা তার জানাজাতে অংশ গ্রহণ করেন।
হামিদ তার মৃত্যুকালে স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় আব্দুল হামিদকে নিয়ে স্মৃতিচারণ করে অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস বলেন, আব্দুল হামিদ সদা হাস্যোজ্জ্বল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আজকে তার জানাজায় হাজারো মুসুলির অংশগ্রহণে এটাই প্রমাণ করে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে হামিদ স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে রাজপথে ছিল।
আমি গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির পক্ষ থেকে এবং গাজীপুর মহানগর বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন ।
আজকালের খবর/ এমকে