শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৮:২১ PM
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের বর্তমান যুবসমাজ ও তরুন সমাজের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। একটি সুন্দর ধারার রাজনীতির পরিবেশ তৈরি করতে পারি; যেই বাংলাদেশে ভবিষ্যৎতে আর কোনোদিন স্বৈরাচারের জন্ম হবে না। 

তিনি বলেন, আমরা চাই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের যুবসমাজকে বাংলাদেশের তরুণ সমাজকে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করে আমাদের যুবসমাজকে যাতে একটি সঠিক পথে পরিচালিত করতে পারি। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর  খিলক্ষেতে তলনা রুহুল আমিন খান উচ্চ বিদয়ালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে ২৬টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খেলাধুলার মাধ্যমে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ব উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার অনৈতিক ভাবে আমাদের যুবসমাজকে যেভাবে মাদকের দিকে ঠেলে দিয়েছিল। সেই মাদক থেকে আমাদের যুবসমাজ ও তরুন প্রজন্মকে মাঠমুখী করে মাদকমুক্ত করার জন্য আমরা চাই আমাদের প্রত্যকটি বাবা-মা তার সন্তানকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে পাঠাবেন। 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা রাজনৈতিক অঙ্গনে গত ১৭ বছর ধরে যেভাবে সাহসী ভূমিকা রেখেছেন, যেহেতু বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশকে নতুনভাবে পূনর্গঠন ও একটি সুস্থ সুন্দর সমাজ বিনির্মান করার জন্য খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই-বাংলাদেশের প্রত্যকটি সেক্টর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ পরিকল্পনায় ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফার রুপরেখা দিয়েছেন, সেই রুপরেখার আলোকেই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা যাবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টূর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মো. আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এম এস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, ঢাকা মহানগর উত্তর মহিলা দল সদস্য সচিব অ্যাড রুনা লায়লা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, ওলামাদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সোহরাব খান স্বপন, মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মো. আব্দুস ছালাম, বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তারেক, যুগ্ম আহ্বায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খান, ক্যান্টেনমেন্ট থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান রতন, উত্তরা পূর্ব থানা বিএনপি আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বেপারী, তুরাগ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া, পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকিব সারোয়ার, খিলক্ষেত থানা বিএনপির ৪৩ নং ওয়ার্ড সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মোহাম্মদপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি ওসমান গনী সেন্টু প্রমুখ। 

উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে উত্তরখান থানা ২-১ গোলে খিলক্ষেত থানাকে পরাজিত করে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft