প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:৫৯ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নরসিংদীর পলাশে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ নরসিংদী জেলা কমিটির সভাপতি ফজলুল কবির জুয়েল।
আজ শুক্রবার সকালে উপজেলার বাঙ্গাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ঘোড়াশাল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম রিজনের সভাপতিত্বে কম্বল বিতরণের আগে ফজলুল কবির জুয়েল বলেন, ৫ আগষ্টের পরে যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, ছিনতাই, জায়গা দখল, লুটপাট করেছেন তাদেরকে অনুরোধ করবো এ পথ থেকে সরে আসার জন্য।
পলাশবাসীর উদ্দেশ জুয়েল বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে এসব কাজ করে চলছেন তারা যদি এসব বন্ধ না করেন তাহলে পলাশবাসী আমার পাশে থাকলে আমি এসব পরিরোধ করবো। আগামী ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আমি মেয়রপ্রার্থী সকলের নিকট দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আমি বিগত দিনেও অসহায়দের পাশে ছিলাম এবং আগামি দিনেও থাকবো।
এ সময় বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নরসিংদী জেলার সহ-সভাপতি রাবেয়া আক্তার নীরু, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজশাখা ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব রাব্বি, যুগ্ম আহ্বায়ক ফয়সাল, শ্রমিক নেতা হানিফ, মৎসজীবী দলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজকালের খবর/ওআর