প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৭:০০ PM
ছয় ম্যাচে মাত্র দুই জয়। তার ওপর আবারও পারিশ্রমিক বিতর্কে টালমাটাল অবস্থা হয় দুর্বার রাজশাহীর। পারিশ্রমিক না পেয়ে অনুশীলনও বাতিল করে ক্রিকেটাররা। বিসিবির হস্তক্ষেপে হয় সমাধান। এরপর খেলতে নেমেই দাপুটে জয় পেয়েছে রাজশাহী।
শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী।
দলের রায়ান বার্ল করেন সর্বোচ্চ ২৭ বলে ৪১ রান। এছাড়া অধিনায়ক বিজয় ২২ বলে ৩২ ও জিসান আলম করেন ১৮ বলে ২০ রান। সিলেটের পক্ষে রুয়েল মিয়া নেন ৩টি উইকেট।
১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় সিলেট। রনি তালুকদার ৫ বলে ৪ ও পল স্টার্লিং ৫ বলে ২ রান করে আউট হন। তাদের বিদায়ের পর জর্জ মান্সিকে সঙ্গে নিয়ে হাল ধরেন জাকির হাসান।
৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। জাকির ২৮ বলে ৩৯ ও মান্সি ২২ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট।
শেষ দিকে জাকের আলির ২০ বলে ৩১ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। ১৭ ওভার ৩ বলে ১১৯ রানে অলআউট হয় সিলেট। রাজশাহীর পক্ষে সানজামুল ইসলাম নেন ৩টি উইকেট।
আজকালের খবর/ওআর