শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
এবার বাস সার্ভিসে হাফ-ভাড়ার চেয়েও বেশি সুবিধা পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫২ AM আপডেট: ১৭.০১.২০২৫ ৩:০১ PM
দীর্ঘদিন পর অমীমাংসিত ভাড়া মীমাংসা করে দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাসে সাধারণ হাফ ভাড়ার চেয়েও কম ভাড়ায় কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে যাতায়াতের সুবিধা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এবার কুষ্টিয়া-ঝিনাইদহে ২০ টাকায় যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় গত ১৫ জানুয়ারি হেনস্তা ও মারধরের শিকার ভুক্তভোগী পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ ও তার সহপাঠীরা উপস্থিত ছিলেন। পরে বাস মালিক কর্তৃপক্ষ ভুক্তভোগীর কাছে ক্ষমা চান।

সভা সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নিজস্ব পরিচয় পত্র দেখাতে হবে। বিশ্ববিদ্যালয় প্রদত্ত যে কোনো ডকুমেন্টস (হল, লাইব্রেরি বা মেডিকেল কার্ড) দেখানো এবং নবীন শিক্ষার্থীদের ভর্তির স্লিপ প্রদর্শন করা, বাস হেলপার বা ড্রাইভারের সঙ্গে তর্ক না করা, গত ১৫ তারিখের ঘটনায় ভুক্তভোগীকে ১০ হাজার টাকা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ড্রাইভার বা হেলপারের সঙ্গে তর্ক না করে বাস মালিক বা প্রক্টরিয়াল বডিকে জানানো, ক্যাম্পাস থেকে কুষ্টিয়া রুটে আগামী এক সপ্তাহের মধ্যে এবং ঝিনাইদহ রুটে আগামী শনিবার (১৮ জানুয়ারি) থেকে এই ভাড়া কার্যকর হবে এবং তা ২৪ ঘণ্টা কার্যকর থাকবে বলেও জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ২৫ টাকা থেকে কমিয়ে ২০ টাকা ধার্য করা হয়েছে। কোনো শিক্ষার্থী বাস হেলপার বা ড্রাইভারের সঙ্গে তর্ক না করে সরাসরি প্রক্টর বরাবর অভিযোগ দেয়ার জন্য বলেব। নিজের হাতে যেন আইন তুলে না নেয় এবং হুট করে বাস আটকিয়ে জন-দুর্ভোগ সৃষ্টি না করে তার জন্য নির্দেশনা দেয়া হবে। আমরা শক্তভাবে সমাধান করেছি। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব অর্জন। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ধান্ত নিয়েছেন।

আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
যে খাবার শরীরের ক্ষতি ডেকে আনে
শীত আরও বাড়বে বলছে আবহাওয়া অধিদপ্তর
ইমাম-মুয়াজ্জিন ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা, কে কত?
বই থেকে 'আদিবাসী' গ্রাফিতি বাদ দেওয়ায় টিআইবির উদ্বেগ
পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ কাটলেও কমছে না শীতের দাপট
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft