প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৫২ PM
রংপুরের ঐতিহ্যবাহী ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।
ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল আহসানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রুহানা জেসমিন।
অনুষ্ঠানে প্লে, নার্সারি ও কেজি শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেওয়া হয়।
শেষে সাংষ্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। আয়োজনে ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর