শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
টিসিবির জন্য তেল-ডাল-চিনি কিনবে সরকার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:৩১ PM আপডেট: ১৬.০১.২০২৫ ৮:৩৬ PM
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ হাজার ১৯৭ কোটি ৫৪ লাখ টাকার মসুর ডাল, ভোজ্যতেল এবং চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, পৃথক তিন স্থানীয় দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার। এর মধ্যে সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৯৫ পয়সা দরে ৩৭৮ কোটি ২৯ লাখ টাকার ২ কোটি ২০ লাখ লিটার, সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ টাকা ৫০ পয়সা দরে ১৮৮ কোটি ৬৫ লাখ টাকার এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং শবনম ভেজিটেবল অয়েল লিমিটেড থেকে প্রতি লিটার ১৬২ টাকা ৯৫ পয়সা দরে ৩৫৮ কোটি ৪৯ লাখ টাকার ২ কোটি ২০ লাখ লিটার পাম অয়েল কিনবে সরকার। সব মিলিয়ে এখানে সরকারের ব্যয় হবে ৯২৫ কোটি ৪৩ লাখ টাকা।

এ ছাড়া দুটি স্থানীয় দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ২০ লাখ টাকার ১৫ হাজার টন চিনি কেনা হবে। এর মধ্যে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে প্রতি কেজি ১১৫ টাকা ২৫ পয়সা দরে ১১৫ কোটি ২৫ লাখ টাকার ১০ হাজার টন এবং সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি চিনি ১১৭ টাকা ৯০ পয়সা দরে ৫৮ কোটি ৯৫ লাখ টাকার ৫ হাজার টন চিনি কিনবে সরকার।

বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ থেকে মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়। প্রতি কেজি ৯৭ টাকা ৯১ পয়সা দরে ৯৭ কোটি ৯১ লাখ টাকার ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে।
 
আজকালের খবর/ওআর
 








সর্বশেষ সংবাদ
বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft