দীর্ঘ ৬৪ বছর পর অনুষ্ঠিত হলো বরগুনা জেলার বেতাগীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমাতপুর আলিম মাদরাসার প্রথম পুনর্মিলনী। ঘোষণা করা হয় রহমাতপুর অ্যালামনাই কমিটি।
আজ বৃহস্পতিবার গঠিত সম্মেলন পরবর্তী এই কমিটিতে প্রতিষ্ঠানের সাবেক কৃতী শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম মনিরুজ্জামানকে সভাপতি ও শিক্ষক মাও. মু. আল মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। এর আগে ২৫ ডিসেম্বর (২০২৪) প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
রহমাতপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এই কমিটি ঘোষণা করেন। এছাড়া আব্দুস শাকুরকে সিনিয়র সহ-সভাপতি, বাহাউদ্দীন খান, আবু ছালেহ, নিজাম উদ্দীন খান, রিয়াদুল ইসলাম, আব্দুল কুদ্দুসকে সহ-সভাপতি মনোনীত করা হয়।
কমিটিতে আব্দুল কাদির রেদওয়ান, ওয়ালি উল্লাহ, আব্দুর রহমান বিন আমীন, তাওহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান মিরাজ, ইউনুস কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও আরিফুর রহমান (অর্থ), শাহ জালাল (তথ্য), আব্দুস সালাম (সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান সৈকত (দপ্তর), আল ইমরান (সাহিত্য), আব্দুস সালাম (শিক্ষা), শফিকুল ইসলাম (প্রবাসী কল্যাণ), কামাল হোসেন (সমাজ সেবা),আবুল বাশার ( ছাত্র), আবু রায়হান (প্রচার), আব্দুল কাইয়ুম (আইন) সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- মু. শামছুল আরেফিন, হাসান কবীর, মহিউদ্দিন, দেলোয়ার হোসেন, মো. মিরাজ, মো. সোহেল, শহিদুল ইসলাম সোহাগ, অ্যাড. রুহুল আমীন, অ্যাড. বাহাউদ্দীন খলিফা, সোলায়মান বিন আমীন, আব্দুল করিম, ছাব্বির হোসেন ঘরামী, মাছুম বিল্লাহ মিরাজ, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, শাহাদাত হোসাইন, সিফাতুল্লাহ সালমান, আবু ত্বহা, আরিফ বিল্লাহ, জাওয়াদুল করিম মারুফ, নাছির উদ্দীন, আজমল হক, জাকির হোসেন, সোহেল তালুকদার, মাহবুবুর রহমান, আবুল বাশার মুঈন, ইবরাহীম মোল্লা, আফজাল গাজী, আশরাফুল ইসলাম, শাওন মিয়া, মাহতাব হোসেন, আল ইমরান, সোলায়মান সালেহী,কবির হোসেন,আব্দুল্লাহ আল মামুন, রহমাতুল্লাহ,ছিদ্দিকুর রহমান সেলিম,আব্দুর রহিম গাজী,আমীর খান,আনোয়ার হোসাইন, বায়েজিদ হোসেন বাপ্পা,খাইরুল ইসলাম অণু,আশিকুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, আবু মুসা,আবু বকর ছিদ্দিক, নুরুজ্জামান মামুন, শোয়াইবুর রহমান, আবু ছালেহ রায়হান, খালেদ সাইফুল্লাহ, নিয়াজ মাহমুদ এবং শামিম আহমেদ রিফাত।
আজকালের খবর/ওআর