শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ভুয়া চিকিৎসককে পুলিশ সোপর্দ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৮:১২ PM
বগুড়ার শেরপুর উপজেলায় ভুল চিকিৎসায় নাওশিন নামের ১৪ মাসের এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগে ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবুকে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। ভুয়া চিকিৎসক জাবেদ ইকবাল বাবু ফেনী জেলা ছাগল নাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। নিহত শিশু বিশালপুর ইউনিয়নের নাইশিমুল এলাকার নবিন উদ্দিনের মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা নবিন উদ্দিন জানান, গতকাল বুধবার দুপুরে শিশুর জ্বর আসে। তখন রামচন্দ্রপুরপাড়া ডা. জাবেদ ইকবাল বাবুর চেম্বারে এলে চিকিৎসা দিয়ে আবার আজ আসতে বলে। চিকিৎসা নিয়ে মেয়ে অনেকটা সুস্থ হলে আজ আবার ডাক্তার দেখাতে নিয়ে আসি। ডাক্তার দেখে শ্বাসকষ্ট আছে এ কথা বলে একটি ইনজেকশন দেয়। এরপর শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডাক্তার জাবেদ ইকবাল বাবু তখন হাসপাতালে নেওয়ার কথা বলে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। 

তিনি আরো বলেন, আমার মেয়ের সামান্য জ্বর নিয়ে আসলাম। ভুল চিকিৎসায় আমার মেয়ে নাওশিনের মৃত্যু হয়েছে। তার চেম্বারেই মারা গেছে।

এ বিষয়ে চিকিৎসক জাবেদ ইকবাল বাবু ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, শিশুকে সুস্থই দেখা গেল। আমার এখানে চিকিৎসা নিয়েছে। ২-৩ মিনিটের মধ্যেই খুব শ্বাসকষ্ট হচ্ছিল শিশুর তখন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। তবে শিশুর খিঁচুনি ছিল। হয়তো রাস্তার মধ্যে মারা গেছে। 
 
বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিএমডিসিকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু জাবেদ ইকবাল বাবুর রেজিস্ট্রেশন নম্বর নেই। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান সে কলকাতায় ডাক্তারি পড়া লেখা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডা. সাজিদ হাসান লিংকন জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্টার্ড না হলে আইন অনুযায়ী ভুয়া ডাক্তার। তবে জাবেদ ইকবাল বাবু একটি শিশুকে চিকিৎসা দিয়েছেন সেই মৃত্যুর খবর শুনেছি। আসলে তিনি ভুয়া? এ প্রশ্নে তিনি বলেন, খোঁজখবর নিয়ে বলা যাবে। ভূয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ বিষয়ে শেরপুর অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চিকিৎসকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মুখে ব্লিঙ্কেন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং
তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, রবিবার মুক্তি ৯৫ ফিলিস্তিনির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়মী লীগের জয়জয়কার
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ-কৌশিকসহ ছয় নেতা বহিষ্কার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft