শনিবার ১৮ জানুয়ারি ২০২৫
একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে ইবি শিক্ষার্থীর নতুন বই ‘ইতি’
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM
অমর একুশে বইমেলা-২০২৫ এ আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নাজমুল হাসানের প্রথম নতুন উপন্যাস ‘ইতি’। উপন্যাসটি সাগরিকা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। শিগগিরই বইটির প্রি-অর্ডার ও রকমারিসহ অন্যান্য অনলাইন বুকশপে পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক।

লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। লেখকের বাড়ি বরগুনা জেলার আমতলী। তিনি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। তার লেখালেখি শুরুটাই হয়েছে শেষ (ইতি) নামকরণে। তিনি লেখাকে একমাত্র হাতিয়ার হিসেবে নিয়েছেন। 

উপন্যাস সম্পর্কে লেখক বলেন, এক সুপ্ত স্বপ্নের উপনাম। তার প্রত্যেক কোণে লুকিয়ে আছে আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, উদ্দীপনা, দুরন্তপনা, সুখ-দুঃখ আরো কত সব। এখানে খেলা করে শৈশবের বেড়ে উঠা, যৌবনের শক্তি-সাহস, বয়োবৃদ্ধের আক্ষেপ, অভিযোগ। যার আকার নির্জনে চলে যায় আবার সম্ভান্ত্র হয়ে ফিরে আসে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলাই তার প্রিয়। কিছুতেই তাকে দমিয়ে রাখা যায় না। সেও সবার মতো হাঁটে, চলে তবে পিছুটান, পঙ্কিলতা পেরিয়ে। অজপাড়াগাঁয়ের কর্মকাণ্ড নিয়ে তার সৃষ্টি। নানান পরিবেশে বেড়ে ওঠা, কত চন্দ জালে জীবনের পদক্ষেপ। অতি সাধারণ মানুষের নীতি এত মসৃণ তা কল্পনার জগতে নাড়া দেয়। যার নাই কোনো ডিগ্রি, সম্মাননা তবে বুক জুড়ে আছে সততার ছোঁয়া। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দুক, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে তাকে ধরা, ছোঁয়া যায় না। যেখানে মেয়ে তার পিতামাতার প্রতি মমতা, ছেলের দৃঢ় বিশ্বাস, পরে আত্মত্যাগ। বান্ধবীর অভিমান, অভিযোগ, জীবনের বিচিত্র, সমাজের অসঙ্গতি ইত্যাদি সব উপজীব্য ঘেরা তার প্রত্যেকটা পরদে। আশা করি ‘ইতি’ শুনাবে নতুন আঙ্গিকে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার পূর্বশর্ত হলো নির্বাচন: এ্যানি
ট্রাম্পের অভিষেক সরিয়ে নেওয়া হলো ইনডোরে
জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, তিন জনকে অব্যাহতি
টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি
এনসিটিবির সামনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
অপহরণ বাণিজ্য বন্ধে সেনাবাহিনীর অভিযান চান টেকনাফের মানুষ
মাহফিলে সুদের বিরুদ্ধে কথা বললেন হাসনাত আবদুল্লাহ
মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন চাল
গাজীপুরে শ্রমিক নেতা আব্দুল হামিদের দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft